আড়াইহাজারে শহীদ মিনারে বিএনপি নেতা আজাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার আড়াইহাজার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এসময় আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেবি/এসএম)

মন্তব্য করুন