মুন্সীগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের হাসারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার দুপুর দেড়টায় শ্রীনগর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, দুপুরে এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাওয়াগামী মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/পিএস)
মন্তব্য করুন