জম্মু-কাশ্মীরে ভূমি ধস: হাজার হাজার পর্যটক আটকা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৩
অ- অ+

ভয়াবহ ভূমি ধসের জেরে অচল ভারতের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন দেশটির জনপ্রিয় পর্যটন রাজ্য জম্মু-কাশ্মীর। বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। এতে আটকা পড়েছে শতাধিক গাড়ি। কয়েক হাজার পর্যটক মাঝ রাস্তায় রাত কাটাটে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার জম্ম-কাশ্মীরের রামবান জেলায় ব্যাপক ভূমিধস নামে। জাতীয় সড়কের বিভিন্ন অংশে পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকে বোল্ডার-পাথর। জায়গায় জায়গায় ধস নামার ফলে ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়ে পর্যটকদের গাড়ি। এই রাস্তাটি ভারতের বাকি অংশের সঙ্গে কাশ্মীরকে জুড়েছে, ফলে কার্যত দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে কাশ্মীর।

প্রশাসন জানিয়েছে, চলতি সপ্তাহের সোমবারই ভয়ঙ্কর ধস নেমেছিল, যার জেরে হাইওয়ে বন্ধ করে দিতে হয়। বিগত তিনদিন ধরে রাস্তা পরিস্কার করার কাজ চলছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়া ও বারংবার ধস নামার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছিল। বুধবার দুপুরেই জাতীয় সড়ক আংশিকভাবে খুলে দেওয়া হয়। বানিহাল-রামবানে যে পর্যটকরা আটকে ছিলেন তারা ফিরতে শুরু করতেই আবার বিপত্তি। কিশতওয়ারিতে ফের নতুন করে ধস নামায় আবার হাইওয়ে বন্ধ হয়ে যায়।

এদিকে, ভারী তুষারপাতের জেরেও শ্রীনগর-লাদাখ রোড সহ কুপুওয়াড়া ও গুরেজ থেকে নিয়ন্ত্রণ রেখায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। আপাতত ৪৪ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

এছাড়াও তুষারপাত নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের এবং পর্যটকরা যারা আটকে রয়েছেন, তাদের জন্য বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা