এবার হাথুরুর কথায় সুর মেলালেন চট্টগ্রাম অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১
অ- অ+

এবারের বিপিএল ছিলো তারকায় ভরপুর। লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে প্লে-অফ নিশ্চিত করেছে চার দল। আর মাত্র কয়েকটি ম্যাচ পরই পর্দা নামবে দেশের একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের। দেশের ঘরোয়া ক্রিকেটে ডিপিএল হয় ৫০ ওভারে। আর এনসিএল, বিসিএল চলে টেস্ট ফরম্যাটে।

এখানেই আপত্তি তুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে দেশের টি-টোয়েন্টি কাঠামোর সমালোচনা করেছিলেন এই লঙ্কান কোচ। তাতেই ক্ষান্ত হননি তিনি। দাবি জানিয়েছেন সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএলের মতো আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের।

এবার সেই কথার সঙ্গে শতভাগ একমত পোষণ করেছেন চলমান বিপিএলে কোয়ালিফায়ারে উঠা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। জাতীয় দলের এই ক্রিকেটারের মতে নতুন আরেকটি টুর্নামেন্ট দেশি খেলোয়াড়দের জন্যই উপকার বয়ে আনবে।

আজ রোববার গণমাধ্যমে শুভাগত বলেন, ‘অবশ্যই আমি (হাথুরুসিংহের সাথে) শতভাগ একমত। বিপিএল যখন খেলি আমরা হয়ত সেরকমভাবে প্রস্তুতি নিতে পারি না। সারা বছর হয়ত প্রথম শ্রেণির ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ খেলি। কিন্তু টি-টোয়েন্টিতে বিপিএলের মত কোথাও খেলার জন্য আগে আরেকটা টুর্নামেন্ট যদি খেলে আসতে পারি দেশি প্লেয়ারদের জন্য সেটা ভালো। ওই টুর্নামেন্ট যারা ভালো খেলব তারাও এখানে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে।’

বিপিএল নিয়ে শুভাগত আরও বলেন, ‘আমাদের প্লেয়ারদের দেখে নেওয়ার সুযোগ আমরা পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে এটা আসলে আমাদের পার্ট না। বোর্ডের সাথে তাদের কী কমিটমেন্ট আছে সেটা (তাদের ব্যাপার)। এটা আমাদের জন্য ভালো সুযোগ। প্লেয়ারদের জন্য ভালো। আন্তর্জাতিক ক্রিকেট খেললে ইতিবাচকই হবে আমাদের জন্য।'

বিপিএলের পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সিলেট আর মিরপুর এবারেও করেছে হতাশ। তবে চট্টগ্রামের পিচে হয়েছে রানের উৎসব। শুভাগতর চাওয়া তেমন বড় রানের উইকেট, ‘টি-টোয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেটও ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেইরকম উইকেট হয়তবা আমরা পাই নাই। চট্টগ্রাম, সিলেটে যেমন উইকেট ছিল সবাই হাইস্কোরিং ম্যাচই দেখেছে। এরকম উইকেটই আশা করি। রান হবে, বোলার ব্যাটার সবাই সুবিধা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা আমরাও এটা আশা করি।’

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জমি নিয়ে বিরোধে ছাত্রলীগ নেতাদের হামলায় যুবদল নেতাসহ আহত ৫
চাটমোহরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান
কাশ্মীরে হামলার ঘটনায় শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা