লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭
অ- অ+

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম (২৭) হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার বাসিন্দা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়ক হয়ে আলুবোঝাই ট্রলি নিয়ে হিমাগারে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম। পথে সাপ্টিবাড়ি বাজারে পৌঁছলে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক ফরিদুল ইসলাম নিহত হন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ফরিদুলের মরদেহ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা