রাজধানীর ৪ হাসপাতালে র‍্যাবের সাঁড়াশি অভিযান, ৪১ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৮| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪
অ- অ+

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় চারটি সরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪১ দালালকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ঢাকা শিশু হাসপাতালে এই অভিযান চালায় র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, পূর্বের তথ্যের ভিত্তিতে হাসপাতালগুলোর সামনে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে চারজন এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে চারজনকে আটক করা হয়।

হাসপাতালে আসা রোগীদের জিম্মি করে দালাল চক্রের সদস্যরা অর্থ হাতিয়ে নেন- এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এইচএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা