কেন্দুয়ায় শিশুর আত্মহত্যা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ০৯:৪৮| আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১০:০৫
অ- অ+

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কবিতা আক্তার (১০) নামে এক শিশু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডে আইথর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। কবিতা আক্তারের বাবার নাম মো. সবুজ মিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক ।

কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হামিদ মিয়া বলেন, মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল । এটা এলাকার সবাই জানে। জীবিকার সন্ধানে সে তার বাবার সঙ্গে রাঙামাটি থাকতো। তবে এক মাস যাবত কেন্দুয়াতেই ছিল ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা