নিখোঁজের দুইদিন নদীতে মিলল স্কুল শিক্ষার্থীর লাশ

মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর কালীগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার কালীগঙ্গা নদীর পাড়ে কুশেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে কোচিং করার জন্য বাসা থেকে বের হয় সামিয়া। সেদিন বিকাল ৫টার দিকে নদীর পাড়ে একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখেন এক মহিলা। ব্যাগের ভেতরে থাকা একটি নাম্বারে ফোন দিলে সামিয়ার বাবা রিসিভ করেন। পরে তাকে জানানো হয় যে, ব্যাগটি নদীর পাড়ে পাওয়া গেছে। খবর পেয়ে সামিয়ার বাবা নদীর পাড়ে খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে সেখানকার একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, সামিয়া ৩টা ১৬ মিনিটের দিকে চর বেউথা নদীর পাশ দিয়ে একাই হেঁটে যাচ্ছে। পরে আজ (সোমবার) সকালে বেউথা কালীগঙ্গা নদীতে স্থানীয় এক লোক গোসল করতে এসে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সকালে এক ব্যক্তি ফোন করে জানায় বেউথা নদীতে একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এর আগে নিহত সামিয়ার বাবা সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় একটি মিসিং ডায়রি করেছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষ হওয়ার পর মূল ঘটনা জানা যাবে।
(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন