ময়মনসিংহ সিটি নির্বাচন: গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ২১:৩৪

আগামী মার্চ ময়মনসিংহ সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। সোমবার এমন নির্দেশনা বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান।

চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক নির্বাচনি এজেন্ট বা যে ক্ষেত্রে প্রার্থী স্বয়ং তার নির্বাচনি এজেন্ট সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যক্তিগত খরচ ছাড়া নির্বাচনি ব্যয়ের নিমিত্তে সব অর্থ তফসিলি ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্ট থেকে ব্যয় করতে হবে।

প্রার্থীর ব্যক্তিগত খরচের হিসাব বিবরণী নির্বাচনের ফলাফল ঘোষণার সাত দিনের মধ্যে প্রার্থীর ব্যক্তিগত খরচের হিসাব এবং পরিশোধের বর্ণনা সম্বলিত একটি বিবরণী তার নির্বাচনি এজেন্টের কাছে পাঠাতে হবে।

ছাড়া নির্বাচনি ব্যয়ের রিটার্ন নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট ফরমে নির্বাচনি ব্যয়ের একটি রিটার্ন দাখিল করবেন।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :