কালীগঞ্জে ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র সাহেদ আলী (২০) নিহত হয়েছে।
বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে। সে এ বছর এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিচ্ছে।
এদিকে ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেরিয়ে কালীগঞ্জ শহরে যাওয়ার সময় শহরের বিহারী মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন