সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে আর্থিক অনুদান দিলেন মুরাদ শিকদার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ১০:১১
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চাচা-ভাতিজার দুই পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ শিকদার।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের নিহত ইমরান শেখ ও নাঈম শেখের পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা, ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, মো. সোহেল, মো. আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য চায়না বেগম, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক এজিএস মনিরুজ্জামান মনির প্রমুখ।

এসময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান এই তরুণ রাজনীতিবিদ এবং সুখেদুঃখে পরিবার দুটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ৫ মার্চ সকাল ৭টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর বিন্নাহুরি এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে পিকআপ- ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী চাচা- ভাতিজা।

(ঢাকা টাইমস/০৮মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা