সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সড়কে এক নারীর জীবন বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক যাত্রী। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজারের টেবলাই সড়কের মুতির দোকান পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রওশন আলী ও তার আরেক বন্ধু মিলে মোটরসাইকেলে করে জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর থেকে তাহিরপুর উপজেলার শিমুল বাগান ঘুরতে বের হন। যাওয়ার পথে উপজেলার টেবলাই মুতির দোকান পয়েন্টে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই রওশন আলী মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাজে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮ মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন