আখাউড়ায় পুলিশের অভিযান, ৩৪ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিকশায় করে পাচারের সময় আখাউড়া রেলওয়ে কুমার বাইপাস এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজাবহনকারী সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক নির্মলেন্দু চাকমার নেতৃত্বে পুলিশ সদস্যরা সকাল ৭টার দিকে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার সড়কের কুমারপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে সিএনজিসহ গাঁজাগুলো উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন