দাগনভূঞায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম ও মুক্তিযোদ্ধা পিয়ার আহাম্মদ প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/ পিএস)

মন্তব্য করুন