শেরপুরে জেলা বিএনপির সভাপতিসহ ২৫ নেতাকর্মী কারাগারে 

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ১৪:২৪

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২৫নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্ফোরক আইনে পুলিশ দায়ের করা চারটি মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন আদালত এ আদেশ দিয়েছে।

এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা।

জেলা বিএনপির দলীয় সূত্রে জানানো হয়, জাতীয় নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করে।

পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ জন নেতাকর্মী।

এ সময় আদালত শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

(ঢাকা টাইমস/২০মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :