জবিতে অবন্তিকা ও অংকন বিশ্বাসের স্মৃতিতে গ্রাফিতি অঙ্কন

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৭:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে গ্রাফিতি এঁকে সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় গ্রাফিতি আঁকার এ কর্মসূচি পালন করা হয়।

গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া চারুকলার শিক্ষার্থী সুমাইয়া ইভা বলেন, আমরা এখানে গ্রাফিতি অঙ্কন করছি অবন্তিকা ও অংকন বিশ্বাসের ঘটনাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া জন্য৷ প্রতিটি শিক্ষার্থী যেন সচেতন হয়। এটা আমাদের এক ধরনের প্রতিবাদও।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী তীর্থ মণ্ডল বলেন, আমরা আমাদের আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কন করছি। এটি আমাদের সাংস্কৃতিক আন্দোলন। দুজনকে আমরা হারিয়েছি তারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিল। তাদের মনে রাখার জন্য আমাদের এ উদ্যোগ।

সুমাইয়া সোমা নামের আরেক শিক্ষার্থী বলেন, এ গ্রাফিতির মাধ্যমে আমরা সাংস্কৃতিক আন্দোলন করছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনরত শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খাদিজাতুল কুবরা বলেন, আমরা দুইজনকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না। আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি, আমাদের আন্দোলন চলবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এ সময় ২০২২ সালের ৮ মে অংকন বিশ্বাসের রহস্যজনক মৃত্যুর বিষয়ে প্রশাসনকে সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দীর্ঘ এক যুগ পর কমিটি পেল হাবিপ্রবি শাখা ছাত্রলীগ

মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপক এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন নিন্দনীয়

শিল্প সমস্যা সমাধানে প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান ইউজিসির

তিন দিনব্যাপী International Conference on Physics অনুষ্ঠিত

নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :