রাজশাহীর সাংসদ আবুল কালাম আজাদকে আ.লীগের শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৮:১৮

সংগঠনবিরোধী ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়ার কারণে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

গত ১৯ মার্চ ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। তিনি ঢাকা টাইমসকে বলেন, বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা কমিটির সদস্য ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ শিষ্টাচার বহির্ভূত ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন বক্তব্য দেওয়া কারণে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে।

সায়েম খান বলেন, কুরিয়ারের মাধ্যমে এ শোকজের চিঠি পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এই চিঠির জবাব দিতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব আসার পর দলের কেন্দ্রীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নোটিশে বলা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত আবুল কালাম আজাদের বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। শিষ্টাচার বহির্ভূতভাবে এমন বক্তব্য দেওয়া সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে দলীয় প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে নোটিশে।

গত ৯ মার্চ রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারকে অশ্লীল ভাষায় গালি দেন এমপি আবুল কালাম আজাদ। তার সেই পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ অভিযোগের বিষয়ে আবুল কালাম আজাদকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেননি।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :