মস্কো হামলা: গ্রেপ্তার চারজন সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে চারজনকেই আগামী ২২ মে পর্যন্ত বিচারপূর্ব আটকাদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার রাতে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে ঘটনায় ১১ জনকে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। আটককৃতদের মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত রয়েছে বলে দাবি এফএসবির।
রবিবার মস্কোর বাসমানি ডিস্ট্রিক্ট আদালতে গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনের হাজির করা হয়। এরমধ্যে মধ্যে তিনজনকে চোখ বেঁধে হাজির করা হয়। অন্যজনকে আনা হয় হুইল চেয়ারে। তাদের সবার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ।
আদালতে হাজির করা চারজন হলেন- দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ। তাদের মধ্যে মিরজোয়েভ ও রাচাবালিজোদা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে মিরজোয়েভ তাজিকিস্তানের নাগরিক।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আদালতে গ্রেপ্তার চার ব্যক্তির মধ্যে তিনজনকে চোখ বেঁধে হাজির করে মুখোশ পরা পুলিশ। তিনজনকেই আহত অবস্থায় দেখা যায়। এরমধ্যে মিরজোয়েভ ও রাচাবালিজোদার চোখে কালো দাগ ছিল। রাচাবালিজোদার কান ছিল ভারী ব্যান্ডেজে মোড়া। আর ফারিদুনির মুখ ছিল বেশ খানিকটা ফোলা এবং হুইলচেয়ারে করে আনা ফায়জভের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে।
এরআগে গত শুক্রবার রাতে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে কনসার্ট দেখতে জড়ো হওয়া মানুষদের ওপর অতর্কিত হামলা চালায় একদল বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলায় পাঁচ বন্দুকধারী অংশগ্রহণ করেছে।
অন্যদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক কুখ্যাত জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ বা আইএস-কে।
হামলার কয়েক ঘণ্টার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে নৃশংসভাবে মানুষ হত্যায় কুখ্যাতি অর্জন করা জঙ্গিগোষ্ঠী আইএস। তারা জানিয়েছে তাদের আফগান শাখা আইএস-কে এই হামলা চালিয়েছে।টেলিগ্রামে জঙ্গিদের ওয়েবসাইট আমাক এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে।’
সূত্র: আরটি, বিবিসি
(ঢাকাটাইমস/২৫মার্চ/এমআর)

মন্তব্য করুন