মস্কোতে সন্ত্রাসী হামলা

ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ১৭:২২| আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৯:৩০
অ- অ+
মস্কোতে সন্ত্রাসী হামলা জড়িত চার আসামি

মানুষ হত্যার মতো গুরুতর অপরাধের জন্য বিশ্বের বিভিন্ন দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে অনেক দেশেই মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, রাশিয়াও তাদের মধ্যে অন্যতম। কিন্তু গত সপ্তাহে রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলায় শতাধিক মানুষের মৃত্যুর পর রুশ আইনপ্রণেতারা মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুর্কিয়ের বার্তা সংস্থা আনাদোলু।

খবরে বলা হয়, মঙ্গলবার এক অধিবেশনে রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ স্টেট দুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোডিন বলেছেন, ‘আমাদের সংবিধান এবং ফৌজদারি আইনে কেউ মৃত্যুদণ্ড বাতিল করেনি। সাংবিধানিক আদালতের একটি সিদ্ধান্তে এই ধরনের সাজা স্থগিত করেছে। তাই কোনো গণভোটের প্রয়োজন নেই। সাংবিধানিক আদালতের সিদ্ধান্তই এই বিষয়ে যথেষ্ট।’

বর্তমান পরিস্থিতি এবং অপরাধ দমনে মৃত্যুদণ্ডের প্রয়োজনীয়তা উল্লেখ করে ভলোডিন বলেন, মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ আরোপের সিদ্ধান্তটি ইউরোপের কাউন্সিলের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে গৃহীত হয়েছিল। কিন্তু যেহেতু রাশিয়া সংস্থাটি ছেড়েছে, তাই এটিকে প্রত্যাহার করতে কোনো বাধা নেই।

গত শুক্রবার রাতে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে কনসার্ট দেখতে জড়ো হওয়া মানুষদের ওপর অতর্কিত হামলা চালায় একদল বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ।

এ ঘটনায় মোট ১৪ জনকে আটক করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। আটককৃতদের মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত রয়েছে বলে দাবি এফএসবির।

সোমবার মস্কোর বাসমানি আদালতে তাদের হাজির করা হয়। আগামী ২২ মে পর্যন্ত তাদের বিচারপূর্ব আটকাদেশ দিয়েছেন আদালত। এর আগে রবিবার একই আদালত চারজনকে গ্রেপ্তারের অনুমোদন এবং একই সঙ্গে চারজনকেই আগামী ২২ মে পর্যন্ত বিচারপূর্ব আটকাদেশ দিয়েছেন।

আদালতের প্রেস সার্ভিস জানিয়েছে, আসামিরা দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে তাদের।

উল্লেখ্য, রাশিয়ান সাংবিধানিক আদালত ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছিল। তবে শেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৯৬ সালে। সে সময় ১৯৮৬ থেকে ১৯৯২ সালের মধ্যে ১১ কিশোরকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করার জন্য সের্গেই গোলভকিন নামে এক সিরিয়াল কিলারকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা