চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ২১:১১
অ- অ+

ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদায়ন করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তিনজন যুগ্মসচিব এবং তিনজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে চার বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। তাদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত মো. আসাদুজ্জামানকে রংপুর বিভাগে, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত সুব্রত কুমার দে-কে বরিশাল বিভাগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত বিশ্বাস রাসেল হোসেনকে ঢাকা বিভাগে পদায়ন করা হলো।

পৃথক আরেক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনকে রাজশাহী বিভাগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাহেলা আক্তারকে ঢাকা বিভাগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মোহাম্মদ মোহসীন উদ্দিনকে রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা আগামী ১০ জুলাই
ভয়াবহ আর্থিক সংকটে দেশের ৬ বিশেষায়িত ব্যাংক, খেলাপি ঋণ-মূলধন ঘাটতিতে বিপর্যয়
লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তানজিন তিশা
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা