চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ২৩:১৩

চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নুরুন নাহার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের কৈয়ার পুল গ্রামের তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নুরুন নাহার ওই বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী। তিনি ৩ পুত্র সন্তানের জননী।

নিহতের ভাতিজি পারভিন আক্তার বলেন, দুপুরে চাচির ডাকচিৎকারে বাড়ির সবাই দৌড়ে তার ঘরে গেলে তিনি জানান, বস্তায় হাত দিতে গেলে একটি বিষধর সাপ আঙ্গুলে কামড় দিয়েছে। পরে তার হাত বেঁধে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :