জামালপুরে মা-বাবাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২৪, ১৭:৪৮

জামালপুরের মেলান্দহে নিজের মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. স্বপন ফকির (৩০) উপজেলা চরবানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা এলাকার মজিদ আকন্দের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. স্বপন ফকির ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসছিলেন। গত বুধবার তার মা-বাবাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন স্বপন ফকির। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে একমাত্র আসামি করে মেলান্দহ থানায় পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার অপরাধে বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এমন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মা-বাবাকে ভরণপোষণ দেন না এমন অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :