চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলে আটক

চাঁদপুর  প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ২৩:০২
অ- অ+

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ১২ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে। ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন-মতলব উত্তর উপজেলার টিটু তফাদার (৩৫), মো. জসিম উদ্দিন (৩০), মো. ইয়াছিন (২০), নুর আলম (৩৮), রেজাউল মোল্লা (২২), আজিম বকাউল (২৬), মামুন ভুঁইয়া (২২), আবুল হোসেন বকাউল (৬০), মো. আরিফ (৩০), মো. মাইনুদ্দিন (১৯), রমজান আলী (১৪) ও মো. হাসিব (১৩)।

ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোরে নৌ পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর নামক স্থানে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে এসব জেলেদের আটক করা হয়। একই সময় জেলেদের হেফাজতে থাকা ২হাজার বর্গ মিটার মশারি জাল ও একটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আরকান মহাসড়ক চার লেন করার দাবি বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির 
নোয়াখালীতে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা 
মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র দেখানো ব্যক্তি জাতীয় পার্টি নেতার ভাই, ঘটনার বিষয়ে যা জানা গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা