বগুড়ায় মার্কেটে আগুন, ১৫ দোকান ভস্মীভূত

বগুড়া সদরের শাপলা মার্কেটে আগুন লেগে অন্তত ১৫ দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন এই মার্কেটটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক মঞ্জিল হক।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশিরভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে।
মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ বলেন, ‘ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি প্যান্ট ছিল। আগুনের খবর পেয়ে এসে দেখি সব পুড়ে গেছে। কিছু নেই।’
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক মঞ্জিল হক বলেন, ‘আমরা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাই। বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। অগ্নিকাণ্ড ১৫টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।’
(ঢাকাটাইমস০৭এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন