কলকাতা থেকে তুরস্কে ফারিণ, ঈদ করবেন স্বামীর সঙ্গে

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১০:৪৯| আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:৫৫
অ- অ+

সম্প্রতি কলকাতা থেকে সেরা নবাগতা অভিনেত্রী বিভাগে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এরপর আর দেশে ফেরেননি। কলকাতায় কয়েকদিন ঘোরাঘুরি করে সেখান থেকেই উড়াল দিয়েছেন এরদোয়ানের দেশ তুরস্কে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি থেকে সামাজিক মাধ্যমে এরইমধ্যে ছবি প্রকাশ করেছেন ফারিণ। সেখানে ঘুরছেন বেশ। অভিনেত্রী দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, ‘স্বামীর সঙ্গে এবার তুরস্কে ঈদ উৎসব পালন করব। সে কারণেই এখানে আসা। ঈদ করে তারপর দেশে ফিরবো।’

গত বছরের আগস্টে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি তুরস্কে কর্মরত। সাড়ে আট বছর সম্পর্কে থাকার পর তাদের চার হাত এক হয়। তবে রেজওয়ান ও ফারিণের বিয়ের আনুষ্ঠানিকতা নাকি এখনো বাকি রয়েছে।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ নামে একটি নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তাসনিয়া ফারিণ। গত ৭ বছরে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক এবং ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। তাও আবার কলকাতার সিনেমা।

ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। তার জন্য জিতেছেন ‘বাংলা ফিল্মফেয়ার-২০২৪’ সালের সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার। সেটি গ্রহণ করতে গত ২৯ মার্চ কলকাতায় যান ফারিণ। সেখান থেকে তুরস্কে স্বামীর কাছে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
এমন দেশ চাই যেখানে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না: ব্যারিস্টার অসীম
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা