ঈদ করতে সিঙ্গাপুর গেলেন মীম, সঙ্গে মা-বাবাসহ ১১ জন

তার ধর্ম ভিন্ন (সনাতন) হলেও প্রতি বছর রোজায় পরিবারসহ ইফতারে শামিল হন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। ঈদ উৎসবও পালন করেন স্বাড়ম্বরে। তবে এবার দেশে নয়, নায়িকা ঈদ পালন করবেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে।
সেই লক্ষ্যে ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছে গেছেন মীম। সঙ্গে নিয়েছেন মা-বাবাসহ পরিবারের ১১ সদস্যকে। গত শুক্রবার রাতের একটি ফ্লাইটে তারা দেশ ছাড়েন। মীম জানিয়েছেন, পরিবারকে নিয়ে এবার সিঙ্গাপুরে ঈদ করবেন তিনি।
অভিনেত্রী জানিয়েছেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে ঈদ করবেন। তাই সবাই মিলে এখানে এসেছি।’
এদিকে, কাজের ক্ষেত্রে এরই মধ্যে ঈদ উপলক্ষ্যে মীম অভিনীত দুটি বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে। তবে এই ঈদে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না দীর্ঘাদেহী অভিনেত্রী মীমকে।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এজে)

মন্তব্য করুন