ঈদে বিটিভিতে তিন দিনব্যাপী তারকাদের জমজমাট আড্ডা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১০:২৫
অ- অ+

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন- বিটিভিতে প্রচার হবে নানা ধরণের অনুষ্ঠান। তারই একটি তারকাদের নিয়ে তিন দিনব্যাপী ‘ঈদ আড্ডা’। মাহফুজার রহমানের প্রযোজনায় সেখানে অংশ নেবেন রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিরাও।

এর মধ্যে ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে রাজনীতিবিদদের নিয়ে আড্ডা। জুলিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অংশ নেবেন স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি ও তার স্ত্রী।

একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে ঈদ আড্ডা অনুষ্ঠানে ফেরদৌস বাপ্পীর সঙ্গে আড্ডা দেবেন চলচ্চিত্র তারকা মিশা সওদাগর, অপু বিশ্বাস, নীরব ও প্রার্থনা ফারদিন দিঘী। জমজমাট এই আড্ডায় তারা কথা বলবেন চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টা ৩০ মিনিটে মৌসুমী মৌয়ের উপস্থাপনায় ঈদ আড্ডায় অংশ নেবেন নাট্যশিল্পী আজাদ আবুল কালাম, চিত্রলেখা গুহ, তুষার খান ও আনিকা কবির শখ।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অভিনেতা সাজু খাদেমের সঙ্গে আড্ডা দেবেন নাট্য দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম এবং এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। এছাড়া আরও বেশ কিছু বিশেষ অনুষ্ঠান দেখা যাবে এবারের ঈদে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
এমন দেশ চাই যেখানে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না: ব্যারিস্টার অসীম
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা