ঈদে বিটিভিতে তিন দিনব্যাপী তারকাদের জমজমাট আড্ডা

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন- বিটিভিতে প্রচার হবে নানা ধরণের অনুষ্ঠান। তারই একটি তারকাদের নিয়ে তিন দিনব্যাপী ‘ঈদ আড্ডা’। মাহফুজার রহমানের প্রযোজনায় সেখানে অংশ নেবেন রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিরাও।
এর মধ্যে ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে রাজনীতিবিদদের নিয়ে আড্ডা। জুলিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অংশ নেবেন স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি ও তার স্ত্রী।
একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে ঈদ আড্ডা অনুষ্ঠানে ফেরদৌস বাপ্পীর সঙ্গে আড্ডা দেবেন চলচ্চিত্র তারকা মিশা সওদাগর, অপু বিশ্বাস, নীরব ও প্রার্থনা ফারদিন দিঘী। জমজমাট এই আড্ডায় তারা কথা বলবেন চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টা ৩০ মিনিটে মৌসুমী মৌয়ের উপস্থাপনায় ঈদ আড্ডায় অংশ নেবেন নাট্যশিল্পী আজাদ আবুল কালাম, চিত্রলেখা গুহ, তুষার খান ও আনিকা কবির শখ।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অভিনেতা সাজু খাদেমের সঙ্গে আড্ডা দেবেন নাট্য দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম এবং এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। এছাড়া আরও বেশ কিছু বিশেষ অনুষ্ঠান দেখা যাবে এবারের ঈদে।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এজে)

মন্তব্য করুন