ঈদের আনন্দ নেই মির্জাপুরের পত্রিকা হকার নুরুল ইসলামের পরিবারে

ঈদের আনন্দ নেই টাঙ্গাইলের মির্জাপুরের পত্রিকা হকার নুরুল ইসলামের পরিবারে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ ২০ দিন ধরে তিনি কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।
তার ছেলে হাসান মিয়া জানান, নুরুল ইসলাম গত ২২ মার্চ ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আসা পত্রিকা সংগ্রহ করে সাইকেলে চেপে তা বিলির উদ্দেশে রওনা হন। পথে মহাসড়কের কমিদধল্যা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হাসান মিয়া জানান, তার বাবা আহত হওয়ার পর থেকে চিকিৎসায় প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে। তাদের সাত ভাই বোনের মধ্যে ছয়জনই স্কুল কলেজে লেখাপড়া করেন। একদিকে তাদের লেখাপড়ার খরচ অন্যদিকে বাবার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সংসারে পড়ে গেছে টানাটানি।
ঈদের কেনাকাটার বিষয়ে জানতে চাইলে হাসান জানান, এবার তাদের ঈদের কেনাকাটাও নেই আনন্দও নেই। এখন তাদের চাওয়া বাবা যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হকার নুরুল ইসলামের আহত হওয়ার খবর পেয়ে আজকের পত্রিকার জেনারেল ম্যানেজার (সার্কুকেলশন) এবিএম জাকারিয়া ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন।
কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. জয়ন্ত কুমার দাস জানান, নুরুল ইসলামের বুকের একটি হাঁড়ে ফাটল ধরেছে এবং পায়ে আঘাত পেয়েছেন। চিকিৎসার পাশাপাশি বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে তিনি জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন