হাজারিবাগে আগুনে পুড়ল টিনশেড বস্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ১২:৪২| আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৩:১০

রাজধানীর হাজারিবাগে একটি টিনশেডের বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মিভূত হয়ে গেছে বস্তির ঘরগুলো।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকতা আনোয়ারুল ইসলাম ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মোহাম্মদপুর, হাজারিবাগ ও লালবাগ থেকে মোট সাতটি ইউনিট আগুন নির্বাপণে পাঠানো হয়। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
(ঢাকাটাইমস /১২এপ্রিল/এএম/ইএস)

মন্তব্য করুন