ঈদযাত্রার পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে ১২ কোটি টাকার বেশি টোল আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ১৬:২০
অ- অ+

ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (৬ এপ্রিল) থেকে বুধবার (১০ এপ্রিল) রাত ১২ পর্যন্ত পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩১৯টি। আর এতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ঈদুল ফিতরের চেয়ে এবার বেশি যানবাহন পারাপার হয়েছে। সেই সঙ্গে বেড়েছে টোল আদায়ের পরিমাণও। এ সেতু দিয়ে উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষ যাতায়াত করে বলে জানিয়ে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালে ঈদুল ফিতরের সময় বঙ্গবন্ধু সেতুতে পাঁচ দিনে ১ লাখ ৩১ হাজার ১৭০টি যানবাহন পারাপার হয়েছিল। এবার ৩৪ হাজার ১৪৯টি গাড়ি বেশি পারাপার হয়েছে। গত ঈদুল ফিতরের পাঁচ দিনে টোল আদায় হয়েছিল ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকার। এবার ২ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ৮৫০ টাকা বেশি টোল আদায় হয়েছে।

এদিকে ঈদযাত্রায় অন্যবারের তুলনায় এবার ভোগান্তির পরিমাণও কম ছিল।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ‘মহাসড়কে যানজট বা টোল আদায়ে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ ছিল। এবার ঈদে অন্যবারের তুলনায় বেশি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায়ও বেশি হয়েছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা