পুরান ঢাকায় ঈদ র্যালি

ঈদুল ফিতর পালন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ‘ঢাকাবাসী’ সংগঠন ও ফ্রেন্ডস ক্লাব অব লস্ এঞ্জেলেসের উদ্যোগে ঈদ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে হাজারীবাগ পার্ক থেকে এই র্যালি বের হয়।
এবারের র্যালির স্লোগান ছিল ‘ঢাকাবাসীর আহ্বান, অগ্নিকাণ্ড থেকে হোন সাবধান, প্রতিরোধে নির্বাপনে হোন আগুয়ান’।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। সভাপতিত্ব করেন ঢাকাবাসীর প্রধান উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত ইনাম আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ঢাকাবাসী’ সংগঠনের সভাপতি এবং ঢাকা ঈদ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. শুকুর সালেক।
অনুষ্ঠানে যাদুশিল্পী বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি অংশ নেননি। তবে তিনি মুঠোফোনে উপস্থিত সকলের উদ্দেশে কথা বলেন। র্যালির আগে অতিথিরা ‘ঢাকাবাসী’ সংগঠন ও এর কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, “পৃথিবীর সবচাইতে সুন্দর হাসি বাংলাদেশের মানুষের। হাসি ও আনন্দের দিক থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশ অন্যতম সুখী দেশ।”
তিনি আরও বলেন, “র্যালিতে আমরা অনেক দূর হেঁটেছি। এই হাঁটা জীবনের জন্য দরকার।” র্যালিটি বেলুন ফেস্টন ইত্যাদির সমন্বয়ে হাজারীবাগ পার্ক থেকে শুরু হয়ে বিজিবি ১নং গেট হয়ে পুনরায় পার্ক চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবছরের মতো এবারও র্যালিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে অনুষ্ঠিত হয়। এবারের র্যালি উৎসর্গ করা হয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড় মরহুম আমিনুল ইসলাম ওস্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এএম/এফএ)

মন্তব্য করুন