বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৩:২৯ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৪, ১১:৪১

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি আরও জানান, অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই।

শনিবার সকাল ১১টায় রমনার বটমূল পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন নির্দেশনার কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ, রবীন্দ্র সরণীসহ বিভিন্ন জায়গায় বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হবে। এ উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠানস্থলে বিকাল পাঁচটার পর কেউ প্রবেশ করতে পারবে না। সন্ধ্যার আগে সব অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

কমিশনার বলেন, নিরাপত্তায় সিসি টিভি, ওয়াচ টাওয়ার, ড্রোন ভিউ, ভিডিও ক্যামেরা। এসবির একুইভমেন্ট, ডগস্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে।

স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম থাকবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ডিএমপির পক্ষ থেকেও একটি মেডিকেল থাকবে।

সব কিছু মাথায় রেখে নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা আমাদের কাছে নেই।

হাবিবুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকায় কিছুটা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রবেশপথে তল্লাশি করা হবে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/টিআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :