শেরপুরে বাসের ধাক্কায় ইমাম নিহত

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
অ- অ+

শেরপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মসজিদের ইমাম মোহাম্মদ এরশাদ আলী (৬৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপর দ্রুতগামী বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে হাওড়া আমতলা জামে মসজিদের ইমাম ক্কারী মোহাম্মদ এরশাদ আলী কানাশাখোলা যাওয়ার জন্য রাস্তার পাশে অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলেন।

এমন সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এরশাদ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি এমদাদুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান গ্রেপ্তার, যত অভিযোগ
টানা জয়ে সবার আগে প্লে অফে রংপুর, অন্য দলগুলোর অবস্থান কোথায়?
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কবি নজরুলের নাতি বাবুল কাজী, অবস্থা সংকটাপন্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা