পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে ট্রাক-স্কেভেটর জব্দ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:১১

ফরিদপুরে মধ্যরাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ২৩টি ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার গভীর রাতে শহরের ধলার মোড় শহর রক্ষা বাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে বালু কাটার কাজে জড়িতরা স্কেভেটর ও ট্রাকগুলো ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ২৩টি ছোট বড় ড্রাম ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ করা হয়।

মধ্যরাতে শতাধিক ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে পদ্মা নদীর ফরিদপুর শহরের ধলার মোড় এলাকায় শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

ফরিদপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মো. মুজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটর মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :