সালথায় আগুনে পুড়ল ১২ দোকান

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ২০:৫২

ফরিদপুরের সালথায় গভীর রাতে আগুনে পুড়ে ১২টি বিভিন্ন পণ্যের দোকান ছাই হয়ে গেছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে সালথা ও নগরকান্দার ফায়ার সার্ভিসের দুটি দল এসে যৌথভাবে আগুন নেভায়। এতে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

মাঝারদিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার রাত ১০টার পর তারা তাদের দোকানগুলো বন্ধু করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে বাজারের ইসরাফিল শেখের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ব্যবসায়ী ইসরাফিল শেখের একটি মুদি দোকান, হাবিব মাতুব্বর ও শফি ফকিরের দুটি হার্ডওয়ারের দোকান, নিজাম খার একটি কম্পিউটারের দোকান, আরিফ মোল্যার দুটি আইসক্রিম ও কবুতরের দোকান, মহিদুল শেখ, বজলু মাতব্বর ও রেজাউলের ছয়টি পেঁয়াজের আড়ত ঘরসহ মালামাল সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন আর রশিদ বলেন, গভীর রাতে মাঝারদিয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, খবর পেয়ে মাঝারদিয়া বাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

(ঢাকা টাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :