খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৯:২৬ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১৯:০১

সরকারের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বীরবিক্রম ড. কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো একজন গুণী এবং সর্বজনীন গণতন্ত্রের রূপকারকে বিনাদোষে কারাগারে রেখে যে অন্যায় করছেন, একদিন আল্লাহর কাছে কী জবাব দেবেন।

তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমার অনুরোধ খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।

শনিবার এলডিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এড.কে কিউ স্যাকলায়েন, সাবেক ডিসি হামিদুর রহমান খান, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাড. আবুল হাসেম, প্রচার সম্পাদক, অ্যাড. নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজি, আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড.নূরে আলম, কৃষকদলের সভাপতি এবিএম সেলিম, সাংস্কৃতিক দলের মাসুদসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :