মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরিডুবিতে ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪৪| আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৯:৪৬
অ- অ+

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্তি যাত্রী বহন করা ফেরিটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। মৃতদের প্রায় সবাই একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যায়, ফেরিডুবির পর আরোহীরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন।

একজন প্রত্যক্ষদর্শী ফরাসি ভাষার সম্প্রচারকারী আরএফআইকে জানিছেন, তার চেনাজানা একটি পরিবার এই ট্র্যাজেডিতে সাতজন আত্মীয়কে হারিয়েছে।

নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসেশনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরাকে জানিয়েছেন, উদ্ধারকারীরা ৫৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, “পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা আমরা জানি না।”

ফেরি দুর্ঘটনার পর বেঁচে যাওয়া বহু মানুষ বাঙ্গুইয়ের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা