স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার

সৌদি আরবের বিখ্যাত আব্দুর লতিফ আল ফোজান এ্যাওয়ার্ড ফর মস্ক আর্কিটেকচারের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছেন। তিন দিনের সফরে এসে তারা বাংলাদেশের কিছু মসজিদ পরিদর্শনের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সফরের তৃতীয় দিন সোমবার রাতে প্রতিনিধিদলটি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর ও মসজিদ স্থাপত্য নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের মসজিদ স্থাপত্য নিয়ে বক্তব্য দেন স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ, স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও আব্দুর লতিফ আল ফোজান এ্যাওয়ার্ড ফর মস্ক আর্টিটেকচারের প্রতিনিধিদের পক্ষে প্রফেসর ড. মাশারি আ. আল নাঈম।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমআই/কেএম)
মন্তব্য করুন