বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বুধবার সকালে বগুড়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই ব্যক্তি বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। কিন্তু বস্তা বড় হওয়ায় তিনি উঠতে পারছিলেন। এসময় ট্রেন ছেড়ে দিলে তিনি ট্রেনের নিচে পড়ে চাকার সাথে আটকে যান। ওই অবস্থায় তাকে সরকারি আজিজুল হক কলেজ গেইট পর্যন্ত ট্রেন টেনে হেঁচড়ে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ কাটা পড়ে মারা গেছেন। জানতে পেরেছি তিনি ভবঘুরে ছিলেন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
(ঢাকা টাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন