প্রচণ্ড দাবদাহে নড়াইলে ১৫ শিক্ষার্থী অসুস্থ

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৮:০৫ | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪৩

প্রচণ্ড দাবদাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল ও কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ছয়জন জ্ঞান হারিয়েছে। বিদ্যালয় খোলার দ্বিতীয় দিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার।

অসুস্থরা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে সাহারা, রেজোয়ান, সোহাগ, বায়েজিদ, শিহাব ও অনামিকা বেশ অসুস্থ হয়ে পড়ে। ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। অসুস্থদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠানো হয়েছে।

ইতনা এলাকার অভিভাবক অশোক ঘোষ জানান, গরমের কারণে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। স্কুল খোলার দ্বিতীয় দিন অতিরিক্ত গরমে স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

ইতনা স্কুল ও কলেজের অধ্যক্ষ অনিন্দ্য সরকার বলেন, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এনে তাদের সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :