শিবচরে গৃহবধূর আত্মহত্যা
মাদারীপুর জেলায় শিবচরে পারিবারিক কলহের জেরে আদিবা (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে বাবার বাড়িতে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, প্রায় ২ বছর আগে ঢাকার মো. মাসুদ নামে এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হাজী ইয়াসিন মোল্লা কান্দি গ্রামের নুরু মোল্লার মেয়ে আদিবার। মাসুদ ঢাকার এয়ারপোর্ট এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন। সে এসি মেরামতের কাজ করে। বিয়ের পর থেকেই নানা কারণে স্বামীর সাথে কলহ লেগে থাকতো আদিবার। ওই কলহের জেরে সোমবার কথা কাটাকাটি হয়। তখন আত্মহত্যারও হুমকি দেয় তিনি। পরে ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকা টাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন