কুয়াকাটায় মে দিবস পালিত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২৪, ১১:৩৭

পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মৎস্য বন্দর মহিপুর থানা শ্রমিকলীগ দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

কুয়াকাটা পৌর শ্রমিকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ আকন, জালাল উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক মো. জব্বার বিশ্বাস প্রমুখ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত শ্রমিক অংশগ্রহণ করে। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।

(ঢাকা টাইমস/০২মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :