মিল্টনকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড চাইবে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৪, ১১:৫১| আপডেট : ০২ মে ২০২৪, ১২:০৩
অ- অ+

মিরপুরের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাইবে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হবে।

এর আগে বুধবার মিল্টনকে আটকের পর মিরপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সেই মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে। এছাড়া মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একই থানায় আরও দুটি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন>> মিল্টনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা, আরও দুটির প্রস্তুতি

আরও পড়ুন>> মিল্টন সমাদ্দারের আশ্রমে ডিবির অভিযান

আরও পড়ুন>> বাবাকে পিটিয়ে এলাকা ছাড়েন মিল্টন, ওষুধ বিক্রির টাকা চুরি করে চাকরিচ্যুত

আরও পড়ুন>> সেই মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

ডিবি সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, মিল্টনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে হওয়া মামলা তদন্ত করবে ডিবি পুলিশ। তাকে রিমান্ডে আনলে তার অপকর্ম সঙ্গে জানা যাবে। একারণে তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

এদিকে বৃহস্পতিবার সকালে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ ঢাকাটাইমসকে বলেন, ‘পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। আরও দুটি মামলার প্রস্তুতি চলছে। যেগুলো মারামারি ও প্রতারণার বিষয়ে হতে পারে। এদুটো পুলিশ বাদী হয়ে করছে না। ভুক্তভোগীরা করবেন।’

মানিলন্ডারিং আইনে কোনো মামলা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ডিবি পুলিশ ভালো বলতে পারবে। কারণ তারা মামলাটি তদন্ত করছে। আমরা করলে মানিলন্ডারিং বিষয়ে সিআইডিকে নোট দিতাম।

প্রসঙ্গত, বুধবার রাতে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে মিরপুর থেকে আটক করা হয়। পরে তার আশ্রমে অভিযান চালায় ডিবি।

(ঢাকাটাইমস/০২মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
পাটগ্রাম সীমান্ত: দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা