নিজ্জার হত্যাকাণ্ড: তিন ভারতীয়কে কানাডার আদালতে হাজির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৪, ১১:১৫ | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১১:০৫

শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার তিন ভারতীয়কে আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার তাদের ব্রিটিশ কলম্বিয়ার একটি আদালতে সংক্ষিপ্ত হাজিরা নেওয়া হয়। করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২) নামের তিন ভারতীয়কে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির করা হয়। ভিডিওতে তাদের কমলা রঙের কারা পোশাক পরা অবস্থায় দেখা যায়।

এর আগে গত শুক্রবার আলবার্টার এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করে কানাডার পুলিশ।

গত বছরের জুনে কানাডায় শিখ প্রধান ভ্যাঙ্কুভার শহরতলির একটি শিখ মন্দিরের বাইরে নিজ্জারকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। ঘটনার কয়েক মাস পর নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

শনিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, অভিযুক্ত তিন ভারতীয়র বিষয়ে কানাডার পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

নিজ্জার ছিলেন একজন কানাডিয়ান নাগরিক। ভারতে শিখদের জন্য খালিস্তান নামের একটি স্বাধীন রাষ্ট্র তৈরির প্রচারণায় কাজ করেছেন তিনি। কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে হতাশ রয়েছে ভারত। দেশটি নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছিল।

(ঢাকাটাইমস/৮মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :