ঘুমের মধ্যেই চিরঘুমে নির্মাতা এম এ আউয়াল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১৪:৩৪| আপডেট : ০৮ মে ২০২৪, ১৫:৪৩
অ- অ+

রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রাতে দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন, আর ওঠেননি।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানা পুলিশ।

বরেণ্য চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ বলেন, ‘পরিচালক এম এ আউয়াল, আনোয়ার সিরাজীসহ সাত-আটজন কলাকুশলী নিয়ে একটি মেসে থাকতেন। বুধবার বিকালে আনোয়ার সিরাজী তার সঙ্গে কথা বলে এফডিসিতে আসেন। সে সময়ই আউয়ালের শরীরটা ভালো ছিল না।’

শাহ আলম কিরণ আরও জানান, অভিনেতা আনোয়ার সিরাজী রাতে বাসায় গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে হাতিরঝিল থানায় খবর দেওয়া হয়। পুলিশকে গিয়ে দরজা ভেঙে ঢুকে আউয়ালের নিথর দেহ দেখতে পান।

প্রয়াত নির্মাতা এম এ আউয়ালের বাড়ি কেরানীগঞ্জের আঁটিতে। তিনি ব্যক্তিজীবনে বিয়ে করেননি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। নির্মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন তার বেশ কয়েকজন সহকর্মীসহ অনেকে।

(ঢাকাটাইমস/৮মে/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা