চাকরি ছাড়লেন ৪ জন এএসপি, নেপথ্যে কী?

চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন। ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে এতে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।
সূত্র বলছে, পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা পুলিশে চাকরি করতে চান না। তারা সরকারের অন্য একাধিক বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন। একারণে তারা পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন। আর পুলিশ ছাড়া সরকারি অনান্য চাকরিতে ছুটিছাটা ও সুযোগ-সুবিধা বেশি বলে মনে করেন তারা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের প্রেক্ষিতে তাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে (২৭ এপ্রিল) চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো। তারা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক এবং আমিনুল ইসলাম। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ঢাকাটাইমস/২১মে/এসএস/এস

মন্তব্য করুন