ঘূর্ণিঝড় রেমাল: ছয় জেলাকে প্রস্তুতির নির্দেশ, মাঠ পর্যায়ে ৮ হাজার স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৪, ২০:৫০
অ- অ+

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ছয় জেলাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ছয়টি জেলা হলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিরূপণ করে এ জেলাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, ‘এ ঘূর্ণিঝড়টি মোকাবিলায় সার্বক্ষণিক তথ্য বিনিময়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭৮ হাজার স্বেচ্ছাসেবক গত কয়েকদিন যাবত মাঠে আগাম সতর্কবার্তা প্রচারসহ আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতের কাজ করছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সাড়া বিশ্বের রোল মডেল। গত ১৫ বছরে ঘূর্ণিঝড়সহ সব দুর্যোগে তার নিবিড় পর্যবেক্ষণ ও নির্দেশনায় আমরা যথাসময়ে প্রস্তুতি নিয়ে মানুষের দুর্দশা লাঘব এবং জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সক্ষম হয়েছি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রেও যাতে একই ধারাবাহিকতায় সফলভাবে মোবিবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। গত এক সপ্তাহ ধরে এ ঝড়টির বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। আমরা ভারতে অবস্থিত আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।’

তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের প্রস্তুতি সম্বন্ধে জানতে সিপিপি প্রধান কার্যালয় ও অপারেশন সেন্টার পরিদর্শন করেছি এবং ওয়্যারলেসের মাধ্যমে সরাসরি ১৭৪টি মাঠ কার্যালয়কে সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছি। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা, সম্ভাব্য গতিপথ, প্রভাব, ক্ষয়ক্ষতির সম্ভাবনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করছে। এছাড়াও দুর্যোগের তথ্য পাওয়ার জন্য টোল ফ্রি ১০৯০ ব্যবহার করার সুযোগ করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৫মে/এইচএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলা বর্ষবরণ  
ইসলামী বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে ডোপ টেস্টের দাবি শিক্ষার্থীদের 
বকেয়া ৪৭৮ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রকল্প কাজে অনিয়ম-দুর্নীতি: এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা