সরকার অপরাধীদের প্রধান আশ্রয়কেন্দ্র: গণতন্ত্র মঞ্চ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০২৪, ২২:০৭

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি দূর্বৃত্তায়ন এবং সরকারদলীয় এমপির নৃশংসভাবে হত্যাকাণ্ডের দায়দায়িত্ব সরকার সরকারি দলের এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। দমন করে শাসন করতে যেয়ে সরকারের ভিতর বাইরে অসংখ্য অপরাধী দূর্বৃত্তদের জন্ম দেয়া হয়েছে।

তারা বলেন, সরকার সরকারি দল আজ এইরকম শত শত তারকা অপরাধীদের প্রধান আশ্রয়কেন্দ্রে পরিনত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনম্যান্ডেটহীন ডামি সরকারকে বিদায় দেয়া ছাড়া আর কোন পথ নেই।

শনিবার বিকালে খুলনা নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি মঞ্চের নেতারা এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে ভয়াবহ বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চিত অন্ধকারে নিপতিত করেছে।দেশকে ক্রমান্বয়ে অকার্যকরী করে তুলছে।তারা বলেন,এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোন নিদান সরকারের কাছে নেই।

তারা বলেন, সরকারের নীতি নির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সাথে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে। তারা বলেন, কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে। দেশের জনগণ কোন শক্তির আধিপত্য দখলদারিত্ব বরদাস্ত করবে না। তারা বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র সার্বভৌমত্ব নিশ্চিত করতে চরম দুঃশাসক সরকারকে বিদায় দিতে হবে।

পাটকল চিনিকল বন্ধের সমালোচনা করে কেন্দ্রীয় নেতারা বলেন, ‘বর্তমান সরকার দেশের ২৬টি পাটকল ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছে। আজ চিনির দাম কোথায় গিয়ে ঠেকেছে, এর পুরো দায়ভার সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ছে। এটাই তাঁরা করতে পারেন। এটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়। কাজেই আগামী দিনে যেহেতু পাট আমাদের নিত্যব্যবহার্য জিনিস, তাই এটা রাষ্ট্রায়ত্ত মালিকানায় উৎপাদন বিপণন করতে হবে।

নানাভাবে সরকার শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে চলেছে মন্তব্য করে বক্তারা বলেন, ‘বন্ধকৃত পাটকল কোনভাবেই লিজ, ভাড়াভিত্তিক বা ব্যক্তিমালিকানায় দেয়া চলবে না। এই সরকার শ্রমিকদের কোনো দাবি পূরণ করবে না। পাওনা টাকার জন্য পাটকশ্রমিকদের মাথা ঠুকতে হচ্ছে বছরের পর বছর ধরে। এই হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন সরকার। এই বেঈমান বিশ্বাসঘাতক সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে তারা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনের মাধ্যমে পাটকল চালুর ব্যবস্থা করতে হবে।

নেতারা শ্রমিক-কৃষক তথা গণমানুষের রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার লক্ষে রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা মহানগর আহবায়ক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম এবং সঞ্চালনা করেন গণতন্ত্রের মঞ্চ খুলনা জেলা মহানগরের সদস্য সচিব গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাড হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি' কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা শহীদ উদ্দীন মাহমুদ স্বপন নাগরিক ঐক্য এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।

সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জিএসডির খুলনা জেলার সভাপতি শেখ আব্দুল খালেক, নাগরিক ঐক্য খুলনা জেলার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক কে এম আলীদাদ, ভাসানী অনুসারী পরিষদ খুলনা মহানগর আহবায়ক শেখ আবদুল হালিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি' খুলনা জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম, গণসংহতি আন্দোলন খুলনা জেলার অন্যতম নেতা ওলিয়ার রহমান, নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলার নেতা . রবিউল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি' যশোর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব আজাদ, ভাসানী অনুসারী পরিষদের যশোর জেলা সাধারণ সম্পাদক শওকত কামাল দ্বীপ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি' বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি সরদার রইফ উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি' সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাতক্ষীরা জেলার সংগঠক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের যশোর জেলার সংগঠক জান্নাতুল ফোয়ারা অন্তরা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সংগঠনক বায়েজিদ হাসান, খুলনা পাটকল শ্রমিক আন্দোলনের পক্ষে খালিশপুর জুট মিল শ্রমিক নেতা আলমগীর কবির প্রমুখ নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৫মে/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কারাবন্দি যুবদলের সাবেক সভাপতি নিরবের বাসায় টুকু

দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

বিএনপির সিনিয়র নেতারা কে কোথায় ঈদ করবেন?

ভারত-মিয়ানমার কোনো সীমান্তেই দেশের মানুষ নিরাপদ নয়: রিজভী

পশু কোরবানির সঙ্গ দুর্নীতি কোরবানি করতে হবে, ঈদ শুভেচ্ছায় জিএম কাদের

সেন্ট মার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ওবায়দুল কাদের

মিয়ানমার আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে: জিএম কাদের

ডা. মওদুদ হোসেন আলমগীর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক 

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির

আওয়ামী সরকারের দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে: আমিনুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :