কোম্পানীগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ সভা, নির্বাচন বর্জনের ডাক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মে ২০২৪, ২১:০৬ | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ২০:৫৪

দলীয় সিদ্ধান্ত মেনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ সভা করেছে উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রবিবার বিকালে বিকাল ৫ টায় উপজেলার বসুরহাট পৌর সভার ৪নং ওয়ার্ডে স্থানীয় পৌর কাউন্সিলর ও বসুরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাজহারুল হক তৌহিদের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দল হক রাফেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম শামস উদ্দিন হায়দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রিফুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন সাগর, সদস্য সচিব নূর উদ্দিন রুবেল প্রমুখ।

এছাড়া সভায় সকল ইউনিয়ন ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সবাইকে নির্বাচন বর্জনের আহ্বান জানান।

তারা দলীয় নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদেরকে নির্বাচনের দিন কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানিয়ে সতর্ক করে দেন। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বক্তারা বলেন, আপনারা নির্বাচনে কোনো প্রার্থীর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবেন না। ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়াসহ ভোটে সংশ্লিষ্টতার কোনো রকম প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তাদের মতে, এই নির্বাচন দেশের মানুষ বর্জন করেছে, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তাই দেশ ও জনগণের স্বার্থেই এই নির্বাচন বর্জন। এই নির্বাচন শুধু দেশের মানুষ নয় আওয়ামী লীগের জন্যও একটা অভিশাপ বলে মন্তব্য করেন বক্তারা।

সভা শেষে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

(ঢাকাটাইমস/২৬মে/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

নেত্রকোনায় মসজিদের শয়নকক্ষে ইমামকে ছুরিকাঘাতে হত্যা

ঈদে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই অগ্রিম বুকিং

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী বেশি ভোগান্তি কম, নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখো মানুষ

নিখোঁজের ৩ দিন পর পায়রা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লংগদুতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু, কাপ্তাই লেকে নিখোঁজ ১

বোয়ালমারীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোলে যাত্রীদের উপচে পড়া ভিড়, পেট্রাপোল ইমিগ্রেশনে ভোগান্তি চরমে

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা রংপুর সিটি মেয়রের

সখিপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :