পাথরঘাটায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৭'শ হেক্টর ফসলী জমির ক্ষতি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ২১:৫২| আপডেট : ৩০ মে ২০২৪, ২১:৫৩
অ- অ+

বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে পানি প্রবেশ ও টানা বৃষ্টিতে কৃষকের উৎপাদিত প্রায় ৭'শ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশ কিছু জায়গায় প্রবেশ করেছে লবণ পানি, এতে প্রান্তিক চাষিদের শত শত হেক্টর উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের এখন কপালে হাত উঠেছে। ক্ষতি পুষিয়ে উঠতে কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন প্রান্তিক কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, বেড়িবাঁধ ভেঙে লবণ পানি প্রবেশ করায় উপজেলার শত শত কৃষকের খেতের আউশ ধান, পান, পেঁপে, কলা শাক সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা জুড়ে এবারের ঘূর্ণিঝড়ে-আউশ ৪৭০ হেক্টর, পান ১৮ হেক্টর, পেঁপে ৫ হেক্টর, কলা ১০ হেক্টর, শাকসবজি ২'শ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে গেছে।

উপজেলার কৃষকরা জানান, বিষখালী ও বলেশ্বর নদী দিয়ে নোনা পানি উপকূলে প্রবেশ করায় আমাদের সকল ফসল নষ্ট হয়েছে, পুরো এলাকার সবার খেত আজ ৬দিন ধরে ডুবে আছে। খেতে জমেছে নোনা পানি, যাতে সামনের দিনেও ফসল নিয়ে শঙ্কায় আছি আমরা।

সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিবে বা কৃষকদের প্রণোদনা দিবে কিন্তু প্রণোদন হিসেবে যদি নগদ টাকা দেওয়া হয় তা ভিন্নখাতে খরচ হয়ে যাবে। এজন্য বিকল্প চিন্তা করতে হবে। যেমন আগামী কৃষি চাষের সময় লবণ সহিংসতা এবং কৃষি জমিতে কৃষি চাষ উপযোগী করতে লবণ পানি নিষ্কাশন করে সাহায্য পানি উঠানোর ব্যবস্থাও এই প্রণোদনায় আনতে হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা করা হবে।

(ঢাকা টাইমস/৩০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা